Sidharth Shukla Death: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪০ বছর। হাসপাতাল সূত্রে খবর, ঘুমের আগে একটি ওষুধ খেয়েছিলেন তিনি। এর পরে আর ঘুম থেকে ওঠেননি সিদ্ধার্থ। জনপ্রিয় অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড।
বৃহস্পতিবার সকালে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় অভিনেতার। চিকিত্সার সুযোগই পাওয়া যায়নি বলে মুম্বইয়ের কুপার হাসপাতাল সূত্রে খবর।
‘বালিকা বধূ’ ধারাবাহিক দিয়েই টেলিভিশন জগতে পরিচিতি পান সিদ্ধার্থ। ধারাবাহিকের নায়িকা আনন্দীর দ্বিতীয় স্বামী শিবরাজ শেখরের চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ। তারপর একে একে বহু ধারাবাহিকে অভিনয়, ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠা। ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ ছবিতে আলিয়া ভট্ট এবং বরুণ ধবনের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।
‘সাবধান ইন্ডিয়া’ এবং ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্ট’ -এর মতো রিয়্যালিটি শোতেও সঞ্চালক হিসেবে বেশ কিছুদিন কাজ করেছিলেন সিদ্ধার্থ। ২০১৯ সালে ‘বিগ বস’-এ জয়ী হওয়ার পর থেকেই প্রচারের আলোয় ছিলেন সিদ্ধার্থ।