রবিবারই বিয়ের পিঁড়িতে বসছেন বি-টাউনের ছোট পর্দার অভিনেত্রী সায়ন্তনী ঘোষ(Sayantani Ghosh) । তার আগে মনের মানুষের সঙ্গে বাগদান সেরে ফেললেন অভিনেত্রী । আর সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী ।
শনিবার রাতে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিনের বন্ধু অনুরাগ তিওয়ারির(Anurag Tiwari) সঙ্গে বাগদান সারলেন সায়ন্তনী ঘোষ । রবিবার ইনস্টাগ্রামে আংটি পরা হাতের ছবি পোস্ট করেন অভিনেত্রী । শুধু তাই নয়, শাঁখা-পলা পরা হাতের ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন । ক্যাপশনে লিখেছেন, " আমার সবসময় শাঁখা পলা পরার স্বপ্ন ছিল । অবশেষে সেই মুহূর্ত এসে গেল । "
অনুরাগের সঙ্গে সায়ন্তনীর সম্পর্ক প্রায় আট বছরের । অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দু'জনে । বাঙালি রীতিনীতি মেনেই বিয়ে হবে । বিয়ের দিন লাল টুকটুকে বেনারসিতে সাজবেন সায়ন্তনী ।
আরও পড়ুন, Sayantani Ghosh Wedding : ডিসেম্বরেই বিয়ে করছেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ ?
হিন্দি ধারাবাহিকে জনপ্রিয় মুখ সায়ন্তনী ঘোষ । 'নামকরণ’, ‘সঞ্জীবনী’,‘নাগিন’ সহ একাধিক হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন । বাংলায় বড় পর্দাতেও কাজ করেছেন সায়ন্তনী । প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের বিপরীতে বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা ছবিতে কাজ করেছেন সায়ন্তনী ঘোষ ।