'কভি খুশি কভি গম'(Kabhi Khushi Kabhie Gham)-এর ২০ বছর এই ডিসেম্বরেই । K3G-র ২০ বছর উপলক্ষে একটি ভিডিয়ো তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আলিয়া ভাট(Alia Bhatt) । সেখানে করিনা কাপুরের(Kareena Kapoor) 'পু'(Poo) চরিত্রটির একটি আইকনিক দৃশ্য রিক্রিয়েট করতে দেখা গেল তাঁকে ।
K3G-র সেই আইকনিক দৃশ্যে করিনার মতো আলিয়াকেও দেখা যায় 'প্রম নাইট' যাওয়ার জন্য পার্টনার বাছাই করার আগে শর্ত রাখছেন তিনি । কলেজের ছেলেদের প্রত্যেককে ১ থেকে ১০ এর মধ্যে নম্বরও দিচ্ছেন তিনি ।
ছবিতে পু বেছে নিয়েছিল রোহনকে । এই রোহনের চরিত্রে অভিনয় করেছিলেন ঋত্বিক রোশন । এদিকে, আলিয়ার ভিডিওতে রোহনের চরিত্রে দেখা গেল রণবীর সিং(Ranveer Singh)-কে ।
'রকি অউর রানি কী প্রেম কাহানি'-র সেটে তোলা হয়েছে আলিয়ার এই ভিডিয়োটি । সেখানে ছবির সহকারী পরিচালক সইফ আলি খানের(Saif Ali Khan) ছেলে ইব্রাহিমকেও দেখা গিয়েছে । তাঁকে 'নেগেটিভ' দেন আলিয়া ।
করিনা কাপুর খান তাঁর ইন্সটাগ্রামে রিলটি শেয়ার করেছেন । তিনি লিখেছেন, "পু-এর থেকে ভালো কেউ হতে পারে না । তবে এক্ষেত্রে যদি আলিয়া হয় তবে তা আলাদা কথা । আমাদের সময়ের সেরা অভিনেত্রী ।"
অমিতাভ বচ্চন,শাহরুখ খান, হৃতিক রোশন, জয়া বচ্চন, কাজল, করিনা কাপুর অভিনীত কভি খুশি কভি গম বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছিল । ডিসেম্বরেই ২০ বছর পূর্ণ করতে চলেছে এই ছবি । মুক্তির ২০ বছর পরেও এই ছবির গান, সংলাপ আজও দর্শকদের কাছে একইরকম প্রাসঙ্গিক ।