৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে জায়গা করে নিল বাংলার একঝাঁক তারকা। 'শাট আপ সোনা' ছবিটি সম্পাদনার জন্য সেরা সম্পাদকের পুরস্কার জিতে নিয়েছেন অর্জুন গৌরিসারিয়া। অন্যদিকে সেরা প্রচার মূলক ছবির বিভাগে 'দা শাওয়ার'-এর জন্য জাতীয় পুরস্কার জিতেছেন পরিচালক বৌদ্ধায়ন মুখোপাধ্যায়। এছাড়াও এ বার বাংলা ছবি 'গুমনামী'-র জন্য জাতীয় পুরস্কারের সম্মানিত করা হয়েছে পরিচালক সৃজিত মুখার্জিকে। অন্যদিকে, 'জ্যেষ্ঠপুত্র'-র জন্য এই পুরস্কার জিতে নিয়েছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি ও সংগীত পরিচালক প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।