দীর্ঘ ২৫ দিনের জেলের পর মুম্বই মাদক কান্ডে জামিন পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। এখন আর্থার জেল থেকে আরিয়ানের মন্নতে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। এক মাসে এই প্রথম একটু স্বস্তি পেলেন কিং খান এবং তাঁর পরিবার। জামিনের খবর পাওয়ার পরপরই আরিয়ানের আইনজীবীদের সঙ্গে একটি ছবি তোলেন বাদশাহ। বহুদিন পর একটু স্বস্তির চিহ্ন শাহরুখের মুখে।
ছবি পোস্ট করে আরিয়ানের আইনজীবীরা লিখেছেন, "এখনও অবধি আরিয়ানের বিরুদ্ধে মাদক মজুত, সেবন, ষড়যন্ত্র, কোনও কিছুরই প্রমাণ মেলেনি। সত্যমেভ জয়তে"।
আরিয়ানের জামিনের খবরে বাঁধ ভাঙা আনন্দ, শাহরুখ ভক্তদের মধ্যেও, খুশির খবর যেন তাঁদের কাছে দীপাবলির উপহার।
তবে জামিনের খবর সামনে এলেও আজ রাতটাও আরিয়ানকে থাকতে হবে পারে জেলেই। শনিবার মুম্বই আদালতের নির্দেশ না আসা পর্যন্ত মন্নতে যেতে পারবেন না আরিয়ান খান।