আজ ৯ সেপ্টেম্বর নিজের ৫৪ বছরে পা দিলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার।
তায়কোন্ডোতে ব্ল্যাক বেল্ট অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। জানা যায়, ব্যাংকক থেকে মার্শাল আর্টের ট্রেনিং নিয়েছেন তিনি। অভিনেটার আসল নাম - রাজীব হরি এম ভাটিয়া।
যেখানে বলিউডের অনেক নায়করাই অ্যাকশন দৃশ্যের জন্য বডি ডাবল ব্যবহার করে থাকেন, অক্ষয় কুমার নিজেই নিজের অ্যাকশন দৃশ্যে অভিনয় করেন। স্টান্টও নিজেই করেন।
প্রতিদিন ভোর সাড়ে চারটেয় ঘুম থেকে উঠে পড়া অভ্যাস অক্ষয় কুমারের। আর বেশিরভাগ দিন রাত ৯টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করেন তিনি।গতকালই প্রয়াত হয়েছেন অভিনেতার মা।
তাই আনন্দের মধ্যেই রয়েছে বিষাদের সুর। সকালে মাকে স্মরণ করে একটি টুইটও করেন আক্কু।