ফের গানে গানে বাবুল সুপ্রিয়(Babul Supriyo) । তবে এবার রবীন্দ্রসঙ্গীত বা আধুনিক গান নয়, তাঁর গলায় শোনা গেল রামপ্রসাদী সুর । সম্প্রতি, ইউটিউবে(Youtube) মুক্তি পেয়েছে বাবুলের নতুন গান 'উমা এলে' । সুর দিয়েছেন সৌরেন্দ্র- সৌম্যজিত(Sourendra-Soumyajit) । ইতিমধ্যেই এই গান শ্রোতাদের মন জয় করে নিয়েছে ।
বনেদি বাড়ির ঠাকুরদালান । সামনেই সপরিবারে মা দুর্গা । সাদা-ধুতি পাঞ্জাবিতে বাবুল সুপ্রিয় । উদাত্ত কণ্ঠে গেয়ে চলেছেন । সঙ্গ দিচ্ছেন সৌরেন্দ্র- সৌম্যজিত । বাবুলের কণ্ঠ যেন কোথাও নস্ট্যালজিক করে দিচ্ছে শ্রোতাদের । অনেকে ফিরে যাচ্ছেন ছোটবেলায় । ইউটিউব ভিডিয়োর কমেন্ট বক্সে সেরকমই মন্তব্য আসছে প্রতিদিন । আবার, অনেকে জানাচ্ছেন, গানই বাবুল সুপ্রিয়র আসল জায়গা ।
প্রথমে গায়ক হিসাবেই জনপ্রিয় বাবুল সুপ্রিয় । এরপর ২০১৪ সালে বিজেপির হাত ধরে রাজনীতিতে আসা । তবে সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয় । বলতে গেলে, রাজনীতিতে এখন বেশ জনপ্রিয় বাবুল সুপ্রিয় । তবে, গায়ক বাবুলই যেন মানুষের কাছে বেশি প্রিয় ।