মুম্বইয়ের পর পর্ন-কাণ্ডে জড়াল কলকাতার নাম। মহানগরীর বুকে রমরমিয়ে চলছে পর্নোগ্রাফির ব্যবসা। বুধবার এক পর্ন অভিনেত্রী এবং তার সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।
নিউটাউন থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল নিউটাউনের প্রাইড হোটেল। গ্রেফতার করা হয় পর্ন নায়িকা নন্দিতা দত্ত, তাঁর সঙ্গী মৈনাক ঘোষ এবং হোটেল কর্তৃপক্ষকে। হদিশ চলছে ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের। তাঁদের সঙ্গে রাজ কুন্দ্রার পর্ন-কাণ্ডের যোগ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবারই তাঁদের বারাসত আদালতে হাজির করা হয়। চার দিনের পুলিশ হেফাজত হয়েছে তাঁদের।
নিউটাউন থানা সূত্রে খবর, নন্দিতাই মূলত এই চক্রটি চালাতেন। মৈনাক চিত্রগ্রাহক। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে তাঁরা উঠতি মডেলদের সঙ্গে যোগাযোগ করে ঘণ্টার পর ঘণ্টা চলত শ্যুটিং। নন্দিতার বাড়ি দমদমে। মৈনাকের বাড়ি নাকতলা।