সম্প্রতি জেদাহ-র রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে দেখা গেল বলিউডের একেবারে প্রথম সারির পাওয়ার কাপল রণভীর সিং এবং দীপিকা পাদুকোনকে। তাঁদের পরবর্তী ছবি ৮৩ এর প্রচারও করলেন সেখানে। তবে শুধু তাঁরাই নন, একই মঞ্চে দেখা গেল কপিল দেব এবং তাঁর স্ত্রী রোমিকেও।
পোশাকের দিক থেকে নজর কেড়েছেন রণভীর-দীপিকা দুজনেই। রণভীর চিরকাল নিজের লুক নিয়ে পরীক্ষানিরীক্ষা করেন। এবার দেখা গল খয়েরি সুটে, তবে শার্ট ছাড়া। গোলাপি গাউন পরিহিত দীপিকার থেকে চোখ ফেরানোই যাচ্ছিল না। দেখা গেল পরিচালক কবির খান এবং স্ত্রী মিনি মাথুরকেও। কবির খানই ৮৩ এর পরিচালক। ১৯৮৩ এর ক্রিকেট বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক জয় নিয়েই ছবি।
কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীর সিং-কে । কপিল দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকোণ(Deepika Padukone) । এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন পঙ্কজ ত্রিপাঠি, বোমান ইরানি, তাহির রাজ ভাসিন । আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে '৮৩'