২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Busan International Film Festival) কিম জে-সেওক পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়ার পর থেকেই আলোচনায় রয়েছে অপর্না সেন পরিচালিত, কঙ্কনা অভিনীত ছবি দ্য রেপিস্ট। সেখানেই ছবির ওয়র্ল্ড প্রেমিয়ার, তার আগে প্রকাশ্যে এল দ্য রেপিস্ট -এর অফিশিয়াল ট্রেলার। ছবির নাম শুনে বিষয় আঁচ করা সহজ। ধর্ষণ, এবং সেই বিভীষিকাময় ঘটনার আগে এবং পরে ধর্ষিতার জীবন বদলে যাওয়া, ধর্ষিতার পরিবারের দিন গুজরান এসব নিয়ে এই উপমহাদেশে আরও অনেক ছবি হয়ে গিয়েছে।
কিন্তু মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার, ৩৬ চৌরঙ্গী লেন, ১৫ পার্ক অ্যাভেনিউ-এর পরিচালকের কাছে প্রত্যাশা আরেকটু বেশি। ছবির ট্রিটমেন্ট অন্যরকম হওয়ারই কথা। কিন্তু এতটা অন্যরকম, সেই আন্দাজ ছিল না ছবির ট্রেলার দেখার আগে।
কঙ্কনা সেন শর্মা ছবিতে রেপ ভিক্টিমের ভূমিকায়। সঙ্গীর ভূমিকায় অর্জুন রামপাল। ধর্ষণের পর নিজের ব্যক্তিগত যন্ত্রণা ছাপিয়েও কিছু প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে কঙ্কনার মনে। তাঁর ধর্ষকেরও তো এক হয়ে ওঠা ছিল, শৈশব ছিল। কেমন ছিল সেই শিশুবেলা? কোন অন্ধকার তাঁকে ধর্ষক বানাল? আইন দিয়ে, শাস্তি দিয়ে কতটা দূর করা যাবে সেই অন্ধকার?
হাড় হিম করা ট্রেলার মনে করিয়ে দিল, অপরাধীকে নিয়ে যত আলোচনা, অপরাধের আড়ালে থাকা সমাজকে নিয়ে তেমন আলোচনা কই?