দিন তিনেক আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। মুম্বই-এর হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার পরিস্থিতির অবনতি হওয়ায় ICU-তে স্থানান্তরিত করা হয় তাঁকে। উচ্চ রক্তচাপ জনিত সমস্যাও রয়েছে সায়রা বানুর। সায়রা বানুর অসুস্থার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যের দিকে নজর রেখেছেন।
প্রসঙ্গত, দীর্ঘ অসুস্থতার শেষে গত ৭ জুলাই ৯৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন সায়রা বানুর স্বামী দিলীপ কুমার।