টাকা বহু মানুষের ভাগ্য পরিবর্তন করে দিলেও, টাকার ভাগ্যে খুব একটা পরিবর্তন হচ্ছে না আপাতত। অন্তত ডলারের নিরিখে। ডলারের নিরিখে এক লাফে ৫১ পয়সা পড়ে গেল টাকার দাম। যার ফলে এক মার্কিন ডলারের ভারতীয় মুদ্রায় দাম দাঁড়াল ৮০.৪৭ টাকা। মুদ্রাস্ফীতির কারণে টাকার দামে যে প্রভাব পড়তে পারে, তার ইঙ্গিত আগেই ছিল আমেরিকার ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে।
শেয়ার বাজারের বিশেষজ্ঞদের মতে, বিদেশের বাজারে মার্কিন ডলারের শক্তি অনেকটাই নির্ভর করে অপরিশোধিত তেলের দামের ওপর। ব্লুমবার্গের রিপোর্ট জানাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ৭৫ বেসিস পয়েন্ট পর্যন্ত রেট বাড়িয়ে দেওয়ার সময়ই বোঝা গিয়েছিল যে, আরও মূল্যবৃদ্ধি আসতে চলেছে শীঘ্রই। এবং, এই ট্র্যাডিশন জারি থাকবে অন্তত ২০২৪ সাল পর্যন্ত।
যার ফলে শুধুমাত্র ভারতীয় মুদ্রাই নয়, প্রভাব পড়েছে এশিয়ার অন্যান্য দেশের মুদ্রার মূল্যের ওপরেও। এক মার্কিন ডলারের দাম চিনের মুদ্রায় দাঁড়িয়েছে ৭.১০ ইয়ান।
উল্লেখ্য, গত ২০ বছরের মধ্যে এই মুঊর্তে শীর্ষে রয়েছে ডলারের অবস্থান।