অতিমারীকালে একেবারে মুখ থুবড়ে পড়া ভারতীয় অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। সেই প্রবণতা দেখেই চলতি অর্থবর্ষেও আর্থিক বৃদ্ধির (GDP growth) ৭ শতাংশের বেশি হতে পারে বলেই ঘোষণা করেছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কিন্তু ২০২৩ এর জিডিপির পূর্বাভাস সংশোধন করল এসবিআই- (SBI)।
অর্থবর্ষের শুরুতে জিডিপির ৭.৫ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হলেও, বৃহস্পতিবার এসবিআইয়ের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা তা কমিয়ে ৬.৮ শতাংশ বৃদ্ধির হার জানান। প্রথমভাগে বৃদ্ধির হার পূর্বাভাসের তুলনায় কম থাকার কারণেই গোটা অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হারও কমে গিয়েছে ।
Dev: দুর্গা পুজোর শোভাযাত্রায় মমতার পাশে নেই সাংসদ, পরিবারের সঙ্গে বাড়িতেই গণেশ বন্দনা দেবের
ন্যাশনাল স্টাটিসটিকাল অফিসের দেওয়া তথ্যয় দেখা গিয়েছে. উৎপাদন ক্ষেত্রে এবার তুলনামূলকভাবে কম বৃদ্ধি হওয়ায়, অর্থবর্ষের প্রথম ভাগে বৃদ্ধি হয়েছে ১৩.৫ শতাংশ, যা বাজারের প্রত্যাশার চেয়ে অনেকটাই নিচে। এর কারণ হিসাবে মনে করা হচ্ছে উৎপাদন ক্ষেত্রে বৃদ্ধি হার কমে যাওয়া। এ ছাড়া নির্মাণ শিল্পেও বৃদ্ধির হার উল্লেখযোগ্য ভাবে কমেছে।