কেন্দ্রীয় সরকারের অধীনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও সিকিম, দুই রাজ্যে মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
আয়কর দফতর
ট্যাক্স ইনস্পেক্টর, ট্যাক্স অ্যাসিসট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফ
২৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। ১ জন ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর, ৫ জন ট্যাক্স অ্যাসিসট্যান্ট, ১৮ জন মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে।
ইনস্পেক্টর ও অ্যাসিসট্যান্ট পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্নাতক পাস হতে হবে। মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগের জন্য দশম শ্রেণি পাস করলেই আবেদন করা যাবে।
অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন করা যাবে। নথিসহ নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদন।
Joint Commissioner of Income Tax, Headquarters (Personnel & Establishment), 1st Floor, Room No. 14, Aayakar Bhawan, P-7, Chowringhee Square, Kolkata-700069
ইন্সপেক্টর পদে ন্যূনতম মাসিক বেতন ৯,৩০০ টাকা। সর্বাধিক বেতন ৩৪,৮০০ টাকা। অ্যাসিস্ট্যান্ট ও মাল্টি টাস্কিং স্টাফ পদে মাসিক বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা পর্যন্ত।
১৮-২৭ বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন। তফসিলি উপজাতি ও জনজাতিদের ছাড় থাকবে।
আর মাল্টি-টাস্কিং স্টাফেদের জন্য় বয়সসীমা ১৮ থেকে ২৫ বছর।
এই পদে আবেদনের জন্য কোনও টাকা দিতে হবে না।
লিখিত পরীক্ষা হবে। পাস করলে ইন্টারভিউ হবে। এরপরই বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে।
এই পদে আবেদনের শেষ দিন ২৮ নভেম্বর