সকাল থেকেই জোর কদমে চলছে পঞ্চম দফার ভোট গ্রহণ। বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ রয়েছে একাধিক জায়গা। সকাল সকাল হাওড়ার বালিতে নিজের বুথে ভোট দিলেন তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। মতিঘর আইসিডিএস সেন্টারে ২৯৬ নম্বরে বুথে লাইনে দাঁড়িয়ে ভোট দেন দেবাংশু। সঙ্গে ভোট দেন দেবাংশুর মা-ও।
Loksabha Election 2024: গয়েশপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের
ভোটের দিন দেবাংশুর পরনে কচি কলাপাতা সবুজ রঙের পাঞ্জাবি আর জিনস। এখনই বিশ্রাম নেওয়ার জো নেই দেবাংশুর। ষষ্ঠ দফায় ভোট তাঁর কেন্দ্রে। হুগলিতে ভোট দেওয়ার পরেই ফের তমলুকের উদ্দেশে রওনা দেবেন দেবাংশু। শেষবেলার প্রচার সারবেন তমলুকের প্রার্থী। দুপুর একটা থেকে নিজের এলাকাতে প্রচার কর্মসূচি রয়েছে দেবাংশুর।