সন্ধেবেলা কী বানাবেন ভাবছেন? আজ রইল এক্কেবারে অন্যরকম একটি রেসিপি। ইন্টারনেটে ভাইরাল এই রেসিপির নাম বিস্কুটের হালুয়া (Biscuits Halwa Recipe)।
উপকরণ
বিস্কুট, দুধ, চিনি, কাজু, কিশমিশ, আমন্ড, ঘি
কী ভাবে বানাবেন?
প্রথমে এক প্যাকেট বিস্কুট কড়াইয়ে দিয়ে পরিমাণ মতো দুধ দিয়ে দিন ভাল করে বিস্কুটগুলি পাক দিয়ে নিন। এবার মিশ্রণ ঘন হয়ে এলে পরিমাণ মতো চিনি দিয়ে ভাল করে মিশিয়ে দিন।
আরও পড়ুন - বাড়িতে অতিথিদের যাওয়া আসা লেগেই আছে? বেশি করে বানিয়ে রাখুন বাদাম সন্দেশ
এবার ওই মিশ্রণে ঘি দিয়ে কাজু, কিশমিশ, আমন্ড ছড়িয়ে ভাল করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে পরিবেশন করুন বিস্কুটের হালুয়া।