বৃহস্পতিবার অফিস আছে নিশ্চিত? লাঞ্চ করতে করতে সেই ২,৩০টা ৩টা। তাই সকালে একটু ভারী ব্রেকফাস্ট করে ভাল। সেক্ষেত্রে ব্রেকফাস্টে বানিয়ে ফেলতে পারেন চিকেন ভেজিটেবল পাস্তা। রেসিপি রইল
Oats Egg Omelette Recipe: পারফেক্ট হেলদি ব্রেকফাস্ট, রইল ওটস-এগ অমলেটের রেসিপি
প্রথমেই জলে একটু নুন আর কুকিং অয়েল দিয়ে পাস্তা ভাল করে সেদ্ধ করে নিতে হবে। এরপর পাস্তার জল ছেঁকে সরিয়ে রাখুন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি , রসুন এবং আদা কুচি দিয়ে ভাল করে নাড়তে থাকুন। তাতে দিয়ে দিন কুচি করে রাখা চিকেন। এবার দিয়ে দিন এক টেবিলস্পুন গরম মশলা , লঙ্কাগুঁড়ো, স্বাদমতো নুন। দিয়ে দিন জিরের গুঁড়ো। একে একে দিয়ে দিন সমস্ত কেটে রাখা সবজি। সমস্তটা ভাজা হয়ে গেলে টোম্যাটো সস আর চিনি দিয়ে দিন। এবার পাস্তাগুলো দিয়ে ভাল করে রান্না করে সব শেষে লিক্যুইড দুধ ঢেলে উপর থেকে একটু চিজ দিয়ে পরিবেশন করুন চিকেন ভেজিটেবল পাস্তা