পরপর কয়েকদিন পার্টি চলেছে, নিশ্চিত খানাপিনাও হয়েছে দেদার। তাই এবার একটু স্বাস্থ্যের দিকে নজর দেওয়া ভাল। সেক্ষেত্রে বুধবারের লাঞ্চে খেতে পারেন একটি সুস্বাদু হেলদি স্যালাড।
Afghani Omelette Recipe: ব্রেকফাস্টে থাকুক আফগানি অমলেট, রইল রেসিপি
এর জন্য প্রথমেই আপেল, বিট, শশা, টোম্যাটো কুচি কুচি করে কেটে নিন। অন্যদিকে ৪ টেবিলস্পুন টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন চিয়া সিড, সামান্য লবণ, লঙ্কার গুঁড়ো। এরপর তাতে বেশ কিছুটা মধু দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর ওই কেটে রাখা ফলগুলোর উপর থেকে এই সস ছড়িয়ে সার্ভ করুন ক্রিমি হোয়াইট স্যালাড।