পর পর গিয়েছে উৎসবের মরসুম, আর উৎসব মানেই দেদার খানা পিনা। ওয়েট মেশিনে দাঁড়ালে তাই ভুরুটা একটু কুঁচকে যেতে পারে। তবে কুছ পরোয়া নেহি, ওজন বাড়লে কমানোর উপায়ও আছে।
নিত্যনতুন রেসিপির খোঁজ তো মেলেই এডিটরজি বাংলার হেঁসেলে, আজ রইল একটি স্বাস্থ্যকর ওয়েট লস নাইট ড্রিংকসের রেসিপি।
এক গ্লাস জল গরম করতে বসান। তাতে দিয়ে দিন সামান্য দারুচিনির গুঁড়ো, এক টেবিল চামচ মতো থেঁতো করা আদা , এক চামচ জিরে। জল ফুটে উঠলে, খানিকক্ষণ ঢেকে রাখুন। এবার একটি কাপে ছেঁকে নিন।
রাতের ডিনার সেরে নেওয়ার পর, শোয়ার আগে সিপ সিপ করে রোজ খান এই নাইট ড্রিংকস। ওয়েট লস তো হবেই, চেহারাতেও ফিরবে জেল্লা।