লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণের দিনেই শুরু হল প্রবল বৃষ্টি। তার মধ্যেই চলছে ভোটদান প্রক্রিয়া। এর মধ্যে বনগাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নারকেলডাঙা এলাকার একটি বুথে লোডশেডিং হয়ে যায়। ভোটারদের অভিযোগ, এর ফলে প্রতীক চিনে ভোট দিতে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।
এদিকে গাড়ি ভাঙচুরের অভিযোগ তুললেন BJP নেতা কৌস্তভ বাগচী। ভোট চলাকালীন ব্যারাকপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ওল্ড ক্যালকাটা রোডের মণ্ডলপাড়ায় গিয়েছিলেন কৌস্তব। অভিযোগ, সেসময় তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়।
Read More- ১৩ বছর আগে আজকের দিনেই শপথ, সোশাল মিডিয়া পোস্টে স্মৃতিচারণা মুখ্যমন্ত্রীর
কৌস্তভের অভিযোগ, ভোটে অশান্তি পাকানোর চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা। খবর পেয়ে সেখানে পৌঁছলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয়।
যদিও তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের পালটা দাবি, কৌস্তভ মণ্ডলপাড়ায় গিয়ে শান্ত পরিবেশে অশান্তি পাকাচ্ছিল। ভোটার কার্ড না থাকলেও ওই এলাকায় গিয়েছিলেন তিনি।