হৃত্বিক রোশন ও সইফ আলি খান অভিনীত বহু প্রতীক্ষিত বলিউড সিনেমা 'বিক্রম ভেদা' মুক্তি পেল ৩০ সেপ্টেম্বর। পরিচালকদ্বয় পুষ্কর-গায়ত্রীর এই ছবিটি প্রথমে তৈরি হয়েছিল তামিলে। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবিতে অভিনয় করেছিলেন দুই দক্ষিণী সুপারস্টার আর মাধবন এবং বিজয় সেতুপথী। মাধবনের চরিত্রটিই হিন্দিতে করছেন সইফ আর সেতুপথীর চরিত্রটিতে রয়েছেন হৃত্বিক। ইতিমধ্যেই, সমালোচকরা বেশ সোচ্চারে আশা্প্রাকশ করেছেন যে, এই ছবির মাধ্যমেই বলিউডের বাজারের খরা কাটবে। ছবিটি দেখতে যাওয়ার আগে মূল তামিল ছবিটির ব্যাপারে ৫টি বিষয় জেনে নিন।
বেতাল পঞ্চবিংশতির গল্প দ্বারা অনুপ্রাণিত
বেতাল পঞ্চবিংশতির কাহিনি ছোটবেলায় পড়েছে প্রায় সমস্ত ভারতীয়। এই ছবিটি আসলে সেই কাহিনির দুই চরিত্র বিক্রমাদিত্য ও বেতালের গল্পের ওপর ভিত্তি করেই তৈরি। যেখানে বেতাল গল্প শোনায় রাজা বিক্রমাদিত্যকে এবং তারপর প্রশ্ন করে।
ছবির সেটেই প্রথম দেখা হয়েছিল মাধবন ও বিজয় সেতুপথীর
এই ছবির সেটেই প্রথমবার মুখোমুখি হয়েছিলেন আর মাধবন ও বিজয় সেতুপথী। অন্য কোনও কারণে নয়। স্রেফ 'মেথড অ্যাক্টিং-এর জন্য। যাতে প্রথম মুখোমুখি হওয়ার অনুভূতিটা ক্যামেরাতেও ফিটে ওঠে ভালভাবে।
পুষ্কর-গায়ত্রীর কামব্যাক ছবি
তামিল 'বিক্রম ভেদা' ছিল পরিচালকদ্বয় পুষ্কর-গায়ত্রীর কামব্যাক ছবি। ৭ বছর বাদে এই ছবি নিয়ে ফিরে এসেছিলেন তাঁরা।
মাধবন ও সেতুপথীর চরিত্রায়ণ
স্ক্রিপ্ট লিখতে লিখতেই 'ভেদা'র চরিত্রে বিজয় সেতুপথীকেই চেয়েছিলেন পুষ্কর-গায়ত্রী। ঠিক যেমন প্রথম থেকেই বিক্রমের চরিত্রে দুজনেরই পছন্দ ছিলেন আর মাধবন।
৫৩ দিনে শুট শেষ
এই ছবির শুট শেষ হয়ে গিয়েছিল মাত্র ৫৩ দিনের মধ্যে। ছবিতে বিভিন্ন লুকে পর্দায় এসেছিলেন মাধবন এবং সেতুপথী দুজনেই।