২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে নন্দন ১ এ দেখানো হল অপর্ণা সেন (Aparna Sen) পরিচালিত ছবি 'দ্য রেপিস্ট' (The Rapist)। ২০২১ এর ছবি হলেও এখনও দেশে মুক্তি পায়নি ছবিটি। ইতিমধ্যে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিম জে-সেওক পুরস্কার পেয়েছে ছবিটি। তারপর থেকেই আলোচনায় ছিল দ্য রেপিস্ট।
কঙ্কনা সেন শর্মা (নয়না মালিক) ছবিতে রেপ ভিক্টিমের ভূমিকায়। কঙ্কনার স্বামী অর্জুন রামপাল (আফতাব মালিক)।
ছবিতে আফতাব এক অ্যাক্টিভিস্ট, তাঁর লড়াই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। আবার স্ত্রী নয়না এবং তাঁর বন্ধু মালিনীর-এর ধর্ষকদের মৃত্যুদণ্ডই দিয়েছে দেশের আইন। কী করবেন আফতাব? নয়না-র গর্ভে ধর্ষণের সন্তান, জানতে পেরে কী প্রতিক্রিয়া আফতাবের? এমন অস্বস্তিকর প্রশ্নের মুখে আগে কনো ভারতীয় ছবি দাঁড় করিয়েছে কিনা, বলা শক্ত।
ধর্ষণের পর নিজের ব্যক্তিগত যন্ত্রণা ছাপিয়েও কিছু প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে নয়নার মনে। তাঁর ধর্ষকেরও তো এক হয়ে ওঠা ছিল, শৈশব ছিল। কেমন ছিল সেই শিশুবেলা? কোন অন্ধকার তাঁকে ধর্ষক বানাল? আইন দিয়ে, শাস্তি দিয়ে কতটা দূর করা যাবে সেই অন্ধকার? এই প্রশ্ন তাড়া করে বেড়ায় নয়নাকে, জেলে থাকা ধর্ষককেই দিনের পর দিন জিজ্ঞাসাবাদ করতে যান নয়না।
ছবিতে কঙ্কনা (Konkona Sen Sharma), অর্জুন রামপাল (Arjun Rampal) যথাযথ। ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অনিন্দিতা বোসের অভিনয় প্রশংসনীয়। আলাদা করে বলতে হয় ধর্ষকের চরিত্রে অভিনয় করা তন্ময় ধানানিয়ার কথা।
তবে ছবিতে কোর্টরুমের দৃশ্য আরেকটু বেশি থাকলে চিত্রনাট্য আরও খানিক টানটান হতে পারত। এছাড়া, ভারতের আইন নির্যাতিতাকে সাজাপ্রাপ্ত দোষীর সঙ্গে দেখা করার, দিনের পর দিন কথা বলার অনুমতি দেয় কিনা, অথবা তা আদৌ কতটা যৌক্তিক, সে প্রশ্ন উঠতেই পারে। তবে এ ছবি আপনাকে ভাবাবে নিশ্চয়ই, দাঁড় করাবে এক হাড় হিম করা সত্যের মুখোমুখি।