এভারগ্রিন আমির খান (Aamir Khan) , তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। আজ ১৪ মার্চ, স্যুইট ৬০তে পা দিলেন আমির। তবে বয়সের ভার তাঁকে ‘বৃদ্ধ’ হতে দিল কই। তাঁকে দেখলেই একথা হলফ করে বলা যায় ‘এজ ইজ জাস্ট এ নম্বর টু হিম’ । এখনও ক্ষণে ক্ষণে প্রেমে পড়েন তিনি। রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদ, কিরণ রাওয়ের সঙ্গেও ছাড়াছাড়ি। অথচ তাঁরা দুজনই আমিরের দারুণ বন্ধু। সম্পর্কের ‘টক্সিসিটি’ তাঁদের বন্ধুত্বের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি কখনও। এই বসন্তেও প্রেমে আছেন আমির। জানা যাচ্ছে, গৌরী নামের এক রহস্যময়ীর সঙ্গে মন দেওয়া নেওয়া সেরে ফেলেছেন আমির। জন্মদিনের আগেই কেক কেটে সেলিব্রেশন করলেন মিস্টার পারফেকশনিস্ট। চাঁদের হাট বসেছিল মুম্বইয়ে।