অপেক্ষার অবসান। শেষ হল ৯৪তম অ্য়াকাডেমি অ্য়াওয়ার্ডের (94th Academy Awards) অনুষ্ঠান। কোভিড অতিমারীর (Covid 19) আবহ কাটিয়ে এবার অস্কার আরও অনেকটা রঙিন ও ঝলমলে। 'কিং রিচার্ড' ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন উইল স্মিথ (Will Smith)। 'দা আই অফ টেমি ফে' ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী জেসিকা চেস্টিন। সেরা ছবি সিয়ান হেডরের কোডা। ফ্রান্সিস ফোর্ড কপোলার 'গডফাদার' (Godfather) ৫০ বছর উপলক্ষে পেল বিশেষ সম্মান। বিশেষ নজর কাড়ল হলিউডের ছবি 'ডুন'।
এবার অস্কারের মঞ্চে সেরা তথ্যচিত্র বিভাগে ভারত থেকে মনোনীত হয়েছিল বাঙালি পরিচালক সুষ্মিত ঘোষ ও রিন্টু থমাসের ছবি 'রাইটিং উইথ ফায়ার' (Writing With Fire)। কিন্তু শেষে অস্কার জোটেনি এই ছবির। সেরা তথ্যচিত্রের শিরোপা আহমির থমসনের 'সামার অফ সোল'। 'কোডা' (Coda) ছবির জন্য সেরা সহ অভিনেতার পুরস্কার পেলেন ট্রয় কোটসুর। 'ওয়েস্ট সাইড স্টোরি' ছবির জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেলেন আরিনা ডিবোস। সেরা পরিচালকের খেতাব পেলেন 'দা পাওয়া অফ ডগ' ছবির নির্মাতা জেনে ক্যাম্পপিয়ন। সেরা বিদেশি ছবি নির্বাচিত হয়েছে জাপানের 'ড্রাইভ মাই কার'।
আরও পড়ুন: অস্কারের মঞ্চে বিরাশি সিক্কার চড়, স্ত্রীকে নিয়ে রসিকতার জবাব উইল স্মিথের
এবার অস্কারে বিশেষ নজর কাড়ল ডুন। ৭টি বিভাগে সেরার খেতাব পেয়েছে এই ছবি। সম্পাদনা, অরিজিনাল স্কোর, ভিজুয়াল এফেক্ট, সিনেমাটোগ্রাফি, প্রোডাকশন ডিজাইন ও শব্দগ্রহণে সেরার খেতাব জেতে 'ডুন'।