এখনও নানা তর্ক বিতর্ক নিয়ে শিরোনামে 'দ্য কেরালা স্টোরি'। এবার বাংলায় সে ছবি নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে মুখ খুললেন অভিনেতা বনি সেনগুপ্ত। মাস খানেক আগেই রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় বনিকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
সম্প্রতি বিতর্কিত ছবিটি প্রসঙ্গে বনি সংবাদমাধ্যমকে জানান, “কোনও সিনেমা এভাবে বন্ধ করা উচিত নয়। সিনেমায় সব রকম জিনিস দেখানো যায়। সেন্ট্রাল বোর্ড পাশ করার পর ছায়াছবির সম্প্রচার বন্ধ করা যায় না। কিন্তু করা হয়েছে। নিশ্চয়ই দিদি সেটা ভেবে করেছেন। তিনি তো মুখ্যমন্ত্রী। তার উপর তো কথা বলা যায় না। আমি চাই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। আমি সিনেমাটা দেখব।”
বনির আগে অবশ্য টলি ইন্ডাস্ট্রিতে রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলেনস্বয়ং বিধায়ক রাজ চক্রবর্তীই।