বিজেপি (BJP) ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta) । সোমবার টুইট করে দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি । টলিউড অভিনেতার অভিযোগ, কথা রাখেনি বিজেপি । তাই দল ছাড়তে বাধ্য হলেন তিনি ।
সোমবার বনি টুইটারে লেখেন, “আজ থেকেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম । দলের পক্ষ থেকে যে কথা দেওয়া হয়েছিল, সেগুলি পূরণ করা হয়নি । এছাড়া, পশ্চিমবঙ্গ এবং বাংলা সিনেমার উন্নয়নের জন্য যা যা বলা হয়েছিল, সেগুলি কোনওটাই করা হয়নি ।”
একুশের ভোটের (WB Assembly Polls) আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন বনি সেনগুপ্ত । তবে, গত বছরই নভেম্বর মাসের দিকে, তাঁর বিজেপি ছাড়ার জল্পনা শুরু হয় । তাছাড়া, বনি জানিয়েছিলেন তিনি অভিনয়ের দিকে বেশি মন দিতে চান । তবে এখন প্রশ্ন উঠছে, প্রেমিকা কৌশানি মুখোপাধ্যায়ের মতো কি তিনিও তৃণমূলে যোগ দেবেন ? সময়ই এর উত্তর দেবে ।
গত বিধানসভা ভোটের আগে অনেক তারকাই রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন । কেউ যোগ দিয়েছেন তৃণমূলে, কেউ গেরুয়া শিবিরে । কিন্তু ভোটের ফল বেরোনোর পর থেকে গেরুয়া শিবিরে ধস নামতে শুরু করে । একের পর এক তারকা বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন । এই তালিকায় রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা ।