চল্লিশ দিনেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ের অবসান। প্রয়াত বাংলার জনপ্রিয় অভিনেতা পার্থসারথি দেব। শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। ৬৮ বছরের অভিনেতার প্রয়াণে বাংলা বিনোদন জগতে শোকের ছায়া।
সিওপিডি, শ্বাসকষ্ট এবং ফুসফুসের সমস্যা নিয়ে বিগত প্রায় দেড় মাস হাসপাতালে কঠিন লড়াই চলেছে পার্থসারথি দেবের। ভেন্টিলেশনেও রাখা হয়েছিল, কিন্তু শেষরক্ষা হল না। অভিনেতা বাপী দাস তাঁর দেখভাল করছিলেন। প্রয়াত অভিনেতা একাই থাকতেন, প্রাক্তন স্ত্রী এবং মেয়ের সঙ্গে বিগত কয়েক বছর কোনও যোগাযোগ ছিল না বলেই খবর। আর্টিস্ট ফোরামের তরফে পার্থসারথি বাবুর চিকিৎসার খরচের যোগান দেওয়া হচ্ছিল বলে শোনা গিয়েছে।
শনিবার অভিনেতার মরদেহ নিয়ে আসা হবে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োতে। সেখানে অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানানো হবে।
প্রায় চার দশক ধরে ২০০টিরও বেশি ছবি এবং বহু ধারাবাহিক, নাটকে অভিনয় করেছেন অভিনেতা পার্থসারথি দেব। সম্প্রতি নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'রক্তবীজে' দেখা গিয়েছিল সদ্য প্রয়াত অভিনেতাকে।