তুনিশা শর্মার আত্মহত্যার তদন্ত এখনও চলছে। এর মধ্যেই বিস্ফোরক অভিযোগ তুনিশার প্রেমিক শীজ়ান খানের তুনিশা শর্মার আত্মহত্যার তদন্ত এখনও চলছে। এর মধ্যেই বিস্ফোরক অভিযোগ তুনিশার প্রেমিক শীজ়ান খানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্রের।
সোমবার সকালে তিনি সাংবাদিক বৈঠক দেখে জানান শীজ়ান সম্পূর্ণ নির্দোষ। তুনিশা আত্মহত্যা মামলায় অভিনেত্রীর মা বনিতা শর্মা এবং তাঁর চণ্ডীগড় নিবাসী মামা সঞ্জীব কৌশল সম্পর্কিত বেশ কিছু তথ্য প্রকাশ্যে আনেন আইনজীবী।
আরও পড়ুন- ডান্স ডান্স জুনিয়রের ট্রফি উঠল আনন্দ ও কথাকলির হাতে, দ্বিতীয় ও তৃতীয় হল কারা ?
জানান, অভিনেত্রীর মা এবং তাঁর মামা সঞ্জীব কৌশল তুনিসার টাকা পয়সা নিয়ন্ত্রণ করতেন। প্রয়োজনে মায়ের হাত থেকে টাকা চেয়ে নিতে হত তুনিশাকে। সেই কারণেই মা এবং মামার সঙ্গে মৃত অভিনেত্রী সম্পর্ক খুব একটা ভাল ছিল না।
আইনজীবীর আরও অভিযোগ, তুনিশা তাঁর মামাকে রীতিমতো ভয় পেতেন। মামার প্ররোচনাতেই অভিনেত্রীর মা একবার তুনিশার মোবাইল ফোন ভেঙে দেন এবং মেয়ের গলা টিপে ধরেন। বনিতার বিরুদ্ধে মেয়েকে চড় মারারও অভিযোগ আনেন তুনিশার প্রেমিক শীজ়ান খানের আইনজীবী।