আচমকাই মৃত্যু হল হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশীর। সূত্রের খবর, জিমে ওয়র্ক আউট করার সময়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা। সম্প্রতি নিজের নাম বদলে আনন্দ বীর করেছিলেন প্রয়াত অভিনেতা।
অভিনেতার বয়স হয়েছিল ৪৭ বছর। সুফিয়ানা পেয়ার মেরা, কিউ রিস্তো মেইন কাট্টি বাট্টী, কসৌটী জিন্দেগিকি, কুসুম, জনপ্রিয় এই সব ধারাবাহিকে প্রশংসিত হয়েছিল সিদ্ধান্তের অভিনয়।
Malaika Arora: খুশিতে ডগমগ মালাইকা, ইন্সটায় ছবি পোস্ট করে জানালেন, 'হ্যাঁ বলেছি',
সাম্প্রতিক কালে জিমে শরীরচর্চার সময়ে অথবা ঠিক পরেই অভিনেতাদের মৃত্যুর কোলে ঢলে পড়ার খবর সামনে এসেছে। সিদ্ধার্থ সিং শুক্লা, কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের প্রয়াণে নিয়মিত জিম করার অভ্যাস নিয়েও নানা প্রশ্ন ওঠে।