একসঙ্গে কাজ করছেন। পর্দায় যেমন তাঁরা রোম্যান্টিক জুটি, বাস্তবেও দারুণ বন্ধু একে অপরের। বলিউডে তিন দশক কাটিয়ে ফেলা অভিনেত্রী কাজলের (kajol) একটি মন্তব্য ঘিরে জলঘোলা শুরু হয়েছে। অনেকে বলছেন, বন্ধু শাহরুখের (Shahrukh Khan) সততা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন কাজল।
শাহরুখ খানের পাঠান ছবি বক্স অফিসে ঝড় তুলেছে। একের পর এক রেকর্ড ভেঙে ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে যশরাজ ফিল্মস প্রযোজিত ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন থ্রিলার। ২০১৮ সালে জিরো ফ্লপ করার পর দীর্ঘ বিরতি নিয়ে সম্রাটের মতো প্রত্যাবর্তন করেছেন কিং খান। কিন্তু সত্যিই পাঠান এত টাকার ব্যবসা করেছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে কাজলের৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, শাহরুখকে তিনি জিজ্ঞাসা করবেন পাঠান’ আদপে কত টাকার ব্যবসা করেছিল।
Shruti-Swarnendu: মিনি হানিমুনে স্ত্রীকে বিশেষ উপহার, শ্রুতিকে প্রেমপত্রও লিখলেন স্বর্নেন্দু
কেন এমন বললেন কাজল? তাহলে কি তিনি মনে করেন পাঠানের সাফল্য কিছুটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছিল? এমনই আলোচনা শুরু হয়েছে সর্বত্র।
বড় পর্দা থেকে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন কাজল। ১৪ জুলাই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েব সিরিজজ ‘দ্য ট্রায়াল’। কিন্তু বহুদিনের বন্ধু শাহরুখের ছবি নিয়ে তাঁর মধ্যে উঠছে অনেক প্রশ্ন।