তিনি বাঙালি। মুম্বই থেকে কলকাতা এসেছেন। শুটিং চলছে ভিক্টোরিয়ার সামনে। তিন শর্ত পূরণ হয়েছে। এবার ফুচকাটা বাকি থাকে কেন! 'টক দিয়ে বানাও', বলে উঠলেন রাখি গুলজার।
শিবপ্রসাদ-নন্দিতার পরের ছবি 'আমার বস'-এ অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেত্রী রাখি। তিনি শুটিং এ থাকলে মেজাজ একটু গুরু গম্ভীর থাকবে, জোরে কথা, হাসাহাসি কিছুই হবেনা, এমনটাই হয়তো ভেবে রেখেছিলেন কাস্ট অ্যান্ড ক্র্যু। সে সব তো মিললই না, বরং অভিনেত্রী নিজেই কলকাতার শীতের দুপুর উপভোগ করলেন কলা কুশলীদের সঙ্গে। ফুচকায় কামড় দিয়ে জানালেন, আরও টক দিতে হবে।
Mumbai Metro: মাঝ পথে মেট্রো খারাপ! লাইন দিয়ে হাঁটতে হল যাত্রীদের
রাখির সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেলেন সৌরসেনীও। তিনিও রয়েছেন ছবিতে জুটি বেঁধেছেন গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে।