টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। টলি পাড়ার বেশ জনপ্রিয় মুখ। কয়েক মাস আগেই নিজের জন্মদিনে জানিয়েছিলেন কোনও সম্পর্কে নেই তিনি। কিন্তু এখন ছবিটা অন্যরকম। কারণ প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল অন্তত সেটাই বলছে।
রূপসার জীবনে এসেছে ভালবাসার মানুষ। যার নাম সায়নদীপ সরকার। তবে, গ্ল্যামার দুনিয়ার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। আদ্যপ্রান্ত কর্পোরেট। দেড় মাস আগে এক বন্ধুর বাড়িতে রূপসার সঙ্গে তাঁর প্রথম দেখা সেখান থেকেই ভালোলাগা। নিজের সম্পর্ক নিয়ে তারপর আর কোন রাগঢাক করেননি রূপসা। যা তাঁর সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়।
সায়নদীপের সঙ্গে ভবিষ্যৎ দেখছেন রুপসা। জানিয়েছেন, আগেও তাঁর জীবনে সম্পর্ক এসেছিল। একসঙ্গে থাকার স্বপ্নও দেখেছিলেন। কিন্তু তা পরিণতি পাইনি। সায়নদীপের সঙ্গে খুশি রয়েছেন তিনি। এমনকি আগামী বছরেই বাগদান পর্ব সেরে ফেলার পরিকল্পনাও করে ফেলেছেন। আর সম্ভবত বছরের শেষের দিকে গাঁটছড়াও বেঁধে ফেলবেন অভিনেত্রী।
প্রেম আর কাজ। দুটোই সমান তালে চলছে। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে রূপসার নতুন ওয়েব সিরিজ 'ইন্সপেক্টর নলিনীকান্ত'। এছাড়া নতুন ছবির কাজও চলছে।