'আদিপুরুষ' মুক্তি পাওয়ার পর থেকে সিনেমার ভিএফএক্স, সংলাপ নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছে । তার প্রভাব পড়ে বক্সঅফিসেও । প্রথমদিকে দুই-তিনদিন ব্যবসা ভাল হলেও, গত দু'দিনে বক্স অফিসে সিনেমার হাল বেশ খারাপ । এসবের মাঝেই দর্শকদের আবার হলে টেনে আনতে 'আদিপুরুষ'-এর টিকিটের দামে বড় ছাড় ঘোষণা করলেন প্রযোজনা সংস্থা ।
T-Series প্রোডাকশন ব্যানার ঘোষণা করেছে যে, ১৫০ টাকার ডিসকাউন্ট টিকিট মূল্যে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা । অফার শুধুমাত্র ২২ ও ২৩ জুনের জন্য । তবে, এই অফারটি সারা দেশে প্রযোজ্য নয় । ডিসকাউন্ট টিকিটে অফার থাকবে না অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, কেরালা এবং তামিলনাড়ুতে ।
মঙ্গলবারের হিসেব অনুযায়ী, ভারতের সমস্ত ভাষায় সিনেমাটি মাত্র ১০.৮০ কোটি আয় করেছে । বিশ্বব্যাপী ৩৭৫ কোটি আয় করেছে। প্রসঙ্গত, রিপোর্ট অনুসারে, ছবি তৈরির বাজেট ছিল ৫০০ কোটি।