শাহরুখ খান এবং দীপিকা পাডুকোন অভিনীত ব্লকব্লাস্টার বলিউড ফিল্ম পাঠান-এর টিকিটের দাম কমানোর কথা ভাবছেন নির্মাতারা। ইতিমধ্যেই রেকর্ড গড়ে ফেলা সিনেমাটির টিকিটের দাম কমতে পারে ২৫ শতাংশ।
ট্রেড অ্যানালিস্ট অতুল মোহন মিড ডে- কে জানিয়েছেন, টিকিটের দাম কমানো হলে আদতে ব্যবসায়িক ভাবে আরও লাভ করবে ছবিটি৷ গৃহবধূ এবং কলেজপড়ুয়ারা আরও বেশি হলে আসবেন। যারা আগে একবার দেখেছেন, তারাও দুবার, তিনবার করে দেখতে হলে আসতে পারেন। যদি পাঠান দিনে ২০-২৫ কোটি টাকা রোজগার করে, তাহলে আগামী সপ্তাহান্তে সিনেমাটির রোজগার দেশে ৪০০ কোটি ছুঁয়ে ফেলবে। প্রথম হিন্দি ছবি হিসাবে ভারতের বাজারে ৫০০ কোটিরও ব্যবসা করতে পারে পাঠান।
টিকিটের দাম কতটা কমবে তা অবশ্য জানা যায়নি। একটি মাল্টিপ্লেক্স এবং দুটি সিঙ্গল স্ক্রিনের মালিক অনিল চানচালি জানিয়েছেন, এক এক জায়গায় এক এক রকম দাম কমতে পারে। এলাকাবিশেষে ১০-৩০ শতাংশ কমতে পারে দাম৷
সোমবার মুম্বইতে শাহরুখ জানিয়েছেন, তিনি কামব্যাক করা নিয়ে কিছুটা নার্ভাস ছিলেন। পাঠানের প্রতি বিপুল ভালোবাসার জন্য অনরাগীদের ধন্যবাদ জানিয়েছেন কিং খান।