বলিউডের পাওয়ার কাপল অভিষেক-ঐশ্বর্যকে (Abhishek Bachchan) (Aishwarya Rai Bachchan) মুম্বই বিমানবন্দরে দেখা গেল। সঙ্গে আরাধ্যা (Aradhya Bachchan)। সপরিবারে ফ্রান্স যাচ্ছেন তাঁরা। গন্তব্য, কান চলচ্চিত্র উৎসব (Cannes Film Festival)
মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের ফ্রেমবন্দি হলেন অভিষেক-ঐশ্বর্য। অভিনেত্রী ধরা দিয়েছেন একেবারে ব্ল্যাক বিউটি লুকে। অভিষেকের ছিল একেবারে ক্যাজুয়াল লুক। ঐশ্বর্য যেমন বরাবর আগলে রাখেন মেয়েকে, এবারেও তার অন্যথা হল না, বিমানবন্দরেও আরাধ্যার কাঁধে ছিল মায়ের হাত।
২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার দেখা গিয়েছিল ঐশ্বর্য-শাহরুখকে। সে বছরই বনসালির দেবদাস ছবিটির স্ক্রিনিং হয় কানে। তার পর থেকে পরপর বেশ কয়েকবার রেড কার্পেটে হেঁটেছেন অ্যাশ।
১৭ মে-২৮ মে পর্যন্ত চলবে ৭৫ তম কান চলচ্চিত্র উৎসব। এ বছর কানের জুরি হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করছেন দীপিকা পাড়ুকোন।