তিলোত্তমায় চুটিয়ে শ্যুটিং করছেন বলিউড অভিনেত্রী কাজল। মহানগরের অলিতে গলিতে চলছে মা ছবির শ্যুটিং। অথচ এই ছবিতেই নাকি অভিনয় করার কথা ছিল অভিনেতা রুদ্রনীল ঘোষের। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে রুদ্রকে।
এইসময় তাঁর ব্যস্ততার শেষ নেই। অভিনেতা রুদ্রনীল ঘোষ বিজেপির সদস্য। ভোটের আবহে তাঁর কাঁধে রয়েছে প্রচারের গুরুভার। ইতিমধ্যেই রাজ্যের ৩১টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি, জোর গুঞ্জন ডায়মন্ড হারবারের হেভিওয়েট সিটটা নাকি তুলে রাখা হয়েছে রুদ্রর জন্যেই। এমতাবস্থায় কাজলের সঙ্গে শ্যুটিং এর প্রস্তাব ফেরাতে একপ্রকার বাধ্যই হয়েছেন অভিনেতা।
Cannes Film Festival: বহু বছর পর কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় ভারতীয় পরিচালিকার দুই ছবি
কিন্তু অজয় নাছোড়বান্দা। এই প্রজেক্টে হয়নি তো কী হয়েছে? ‘ময়দান’ (Maidaan) ছবিতে রুদ্রনীল ঘোষের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন অজয়। অজয় প্রযোজিত ‘মা’ ছবিতেই তিনি রুদ্রকে চেয়েছেন। কিন্তু ভোটের জন্য তা সম্ভব হয়নি, তবে অজয় আরও একটি ছবির জন্য রুদ্রর কাছে প্রস্তাব দিয়ে রেখেছেন বলে খবর।