মা হলেন অভিনেত্রী আলিয়া ভাট। রবিবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। এদিন সকাল সাড়ে ৭ টায় হাসপাতালে ভর্তি করানো হল আলিয়া ভাটকে। সব ঠিক থাকলে চিকিৎসকদের অনুমান রবিবারেই মা হবেন আলিয়া ভাট। ২৮ নভেম্বর অভিনেত্রীর জন্মদিন। এবছর জন্মদিনের আগেভাগেই জীবনের সবচেয়ে বড় উপহার পেতে চলেছেন আলিয়া। ৬ নভেম্বর রবিবার পৃথিবীর আলো দেখতে পারে আলিয়া রনবীরের প্রথম সন্তান।
অনেকদিন থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন আলিয়া। সিজারে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে শরীরে, তাই আলিয়া কাটাছেঁড়া নয় চান নর্মাল ডেলিভারি। এর জন্য নাকি নিয়মিত শরীর চর্চাও করতেন অভিনেত্রী।
মুম্বইয়েরই গিরগ্রামের এইচ এন রিল্যায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তানের জন্ম দেবেন আলিয়া। ইতিমধ্যেই বাড়িতে ছোট্ট অতিথি আসার শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। হবু সন্তানের পোশাক আশাকও নাকি কেনা হয়ে গিয়েছে, ঘর সাজানোও শেষ। এখন পালা শুধু অপেক্ষার।