উশেইন বোল্টের গতিকেও হার মানাচ্ছে ‘আরআরআর’(RRR)-বক্স অফিস ব্যাবসা। তিন দিনেই ৫০০ কোটির ব্যবসা করে নিয়েছে এস এস রাজামৌলির (Rajamouli) এই মএপিক ছবি। কিন্তু এই সাফল্যের মাঝেই দানা বেঁধেছে বিতর্ক। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, পরিচালকের উপর গোসা হয়েছে আলিয়া ভাটের (Alia Bhat)। ছবি্র ফাইনাল এডিটে নাকি তাঁর খুব কম সংখ্যক দৃশ্য রাখা হয়েছে। আর তাতেই নাকি রেগেছেন রুপোলি পর্দার গাঙ্গুবাই (Gangubai)। শোনা যাচ্ছে, ইনস্টাগ্রামে রাজামৌলিকে ‘আনফলো’ করেছেন আলিয়া। মুছে দিয়েছেন তাঁর সঙ্গে তোলা ছবি।
শোনা যায়, রাজামৌলির ছবিতে ২০ মিনিটেরও কম সময়ের জন্য দর হেঁকেছিলেন ন’কোটি। তবে আচমকাই কেন চটলেন তিনি?
আলিয়ার ঘনিষ্ঠেরা অবশ্য বলছেন, এ সবই আসলে রটনা। রাজামৌলিকে কখনও ইনস্টাগ্রামে ফলোই করেননি আলিয়া। তাই আনফলো করার প্রশ্ন ওঠে না। আর ছবি মুক্তির পর নাকি প্রচারের সব ছবিই মুছে ফেলেন আলিয়া।