Pushpa 2 The Rule : আল্লু অর্জুনের বাড়িতে হামলা! পাথর ছুঁড়ল উন্মত্ত জনতা, ঘরছাড়া অভিনেতার ছেলে-মেয়ে

Updated : Dec 23, 2024 16:32
|
Editorji News Desk

বক্স অফিসে পুষ্পা ঝড় অব্যাহত । বিশ্বব্যাপী ১ হাজার ৬০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে আল্লু অর্জুনের সিনেমা । পুষ্পা-কে দেখতে চার-পাঁচবার করে হলে ছুটছেন সিনেপ্রেমীরা । কিন্তু, সিনেমা হিট করলেও শান্তি নেই 'পুষ্পা' আল্লুর জীবনে । সিনেমা মুক্তি পাওয়ার পর থেকে বিপাকে দক্ষিণী অভিনেতা । সপ্তাহখানেক আগেই জেলে রাত কাটাতে হয়েছে । এবার আল্লু অর্জুনের বাড়িতে হামলা চলল । বিক্ষোভ, ছোঁড়া হল  ইট, পাথর । শেষপর্যন্ত বাড়ি ছাড়তে বাধ্য হয় অভিনেতার দুই ছেলে-মেয়ে ।

ঠিক কী হয়েছিল ?

৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে এক মহিলা ভক্তের মৃত্যু হয় । মৃতার ছেলেও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন । সেই ঘটনায় একটা রাত জেলও খাটতে  হয় আল্লু অর্জুনকে । কিন্তু, জল অনেক দূর গড়িয়েছে । বিক্ষোভের আগুন নেভেনি । তারই আঁচ লাগল আল্লুর জুবিলি হিলসের বাড়িতে । রবিবার সুপারস্টারের বাড়ির সামনে উই ওয়ান্ট জাস্টিসের প্ল্যাকার্ড হাতে দেখা যায় উন্মত্ত জনতাকে । এখানেই শেষ নয় । কেউ বা আবার আল্লু অর্জুনের বাড়ির পাঁচিলের উপর উঠে ঢিল ছুঁড়ছেন । কেউ আবার অভিনেতার কুশপুতুল পোড়াচ্ছেন । মৃতা মহিলার পরিবারকে ১ কোটি টাকা দেওয়ার দাবি তুলেছেন বিক্ষোভকারীরা । পুলিশ সূত্রে খবর, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের কমিটির সদস্যরা হামলা চালিয়েছেন ।

ঘটনার পরই বাড়ি থেকে তড়িঘড়ি দুই সন্তানকে পাঠিয়ে দেন নিরাপদ আশ্রয়ে । বাড়ির বাইরে 
ছেলে আরহান ও মেয়ে আরহা-র সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । জানা গিয়েছে, আল্লু-অর্জুন ছেলে-মেয়েকে দাদু-ঠাকুমার কাছে পাঠিয়ে দিয়েছেন ।

আল্লু অর্জুনের বাড়িতে হামলার ঘটনায় অভিনেতার বাবা জানিয়েছেন, ভেবেচিন্তে পদক্ষেপ করতে হবে । এই ধরনের ঘটনায় উৎসাহ না দেওয়ার পরামর্শ দিয়েছেন । ফের এরকম ঘটনা ঘটালে পুলিশ তৈরি। আইন আইনের পথে হাঁটবে। ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে । 

উল্লেখ্য,মৃতার পরিবারকে ২৫ লাখ টাকা আর্থিক সাহায্য করেছেন । কিন্তু এবার ১ কোটি টাকার দাবি তোলা হয়েছে । ওই মহিলার পরিবারের পুরো দায়িত্ব নিন আল্লু, এমনই দাবি বিক্ষোভকারীদের । 

 ৫ ডিসেম্বর মুক্তি পায় 'পুষ্পা-২, দ্য রুল'। দর্শকদের প্রায় ৩ বছর অপেক্ষা করতে হয়েছে এই ছবির মুক্তির জন্য। মুক্তির আগে, ছবির প্রিমিয়ারেই বাঁধ ভেঙেছিল দর্শকদের উপস্থিতি । ভারতে ১৮ দিনে সিনেমার আয় প্রায় দুই হাজার কোটির কাছাকাছি । তার মধ্যে হিন্দিতে ব্যবসা করেছে প্রায় ৬৮০ কোটি । তেলুগুতে আয় প্রায় ৩০৭ কোটির বেশি । 

Pushpa

Recommended For You

editorji | বিনোদন

Khadaan Boxoffice: বক্সঅফিসে গর্জন 'বাপ এসেছে', জন্মদিনের আগেই ২ কোটির ক্লাবে দেবের 'খাদান'

editorji | বিনোদন

Dev Khaadan : 'ব্যোমকেশ নাকি চ্যালেঞ্জ' কোন দেবের প্রেমে দর্শক ? ঘুরে দেখল এডিটরজি বাংলা

editorji | বিনোদন

Dev Khaddan : ছক ভেঙে মধ্যরাতে মুক্তি, পুষ্পাকে দেবের রির্টান গিফট খাদান

editorji | বিনোদন

Khadaan vs Pushpa 2: আল্লুর দাপটে কোণঠাসা দেব? 'পুষ্পা' বনাম 'খাদান', কার পাল্লা ভারী? খোঁজ নিল এডিটরজি

editorji | বিনোদন

Khadaan VS Sontan : দেবের খাদান নাকি মিঠুনের সন্তান, কার পাল্লা ভারী ?