২০০৩, ২০২৩। মাঝে শুধু দু'দশকের ব্যবধান। বাকিটা যেন হুবুহু এক! ইতিহাসের পুনরাবৃত্তি। বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, এবং ভারতের হার। টানা দশ ম্যাচে ধারাবাহিক ভাবে জেতা টিম ইন্ডিয়ার হার মানতে পারছে না গোটা দেশ। এরই মধ্যে এক অমিতাভ বচ্চনের বার্তা।
টুইট করে টিম ইন্ডিয়ার উদ্দেশে বিগ বি লিখেছেন, গত রাতের পারফরম্যান্স-এ তোমাদের প্রতিভার প্রতিফলন হয়নি। ওই রাতটা তোমাদের ক্ষমতা, তোমাদের শক্তির পরিচায়ক নয় কোনওভাবেই। কিন্তু তোমাদের জন্য গর্বিত, এর চেয়ে আরও ভাল কিছু হবেই, সেই দিনটার জন্য অপেক্ষায় থেকো'।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সেমি ফাইনাল খেলার দিন বিগ বি টুইট করে জানিয়েছিলেন, 'ভাগ্যিস তিনি খেলা দেখেননি'। অমিতাভ নিজে খেলা না দেখলেই নাকি টিম ইন্ডিয়া জেতে, এমনই বিশ্বাস অভিনেতার নিজের।