একটাই ম্যাচ। বিশ্বকাপের আসরে এখনও এক ম্যাচেও না হারা ভারতের জন্য প্রত্যাশিতই ছিল। তবু সেমিফাইনালের ম্যাচ স্মরণীয় হয়ে থাকল নানা কারণে। কিউই বধের রাতে সারা দুনিয়া থেকেই এল অভিনন্দন বার্তা। রোহিত ব্রিগেডকে শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন, শাহরুখ খানেরা।
খেলা দেখা নিয়ে রীতিমতো কুসংস্কার রয়েছে বিগ বি-র। নিজেই টুইট করে জানিয়েছেন, তিনি খেলা না দেখলে টিম ইন্ডিয়া জেতে। টুইট করে ভারতীয় দলের দুরন্ত জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কিং খানও।
বুধবারের সেমি ফাইনালে সচিনের রেকর্ড ভেঙে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৫০ তম শতরান করেন বিরাট কোহলি। একই ম্যাচে ৭ উইকেট নেন মহম্মদ শামি।
Virat Kohli-Djokovic: ৫০ তম শতরানের সর্বকালীন রেকর্ড! কোহলিকে অভিনন্দন জকোভিচের