যত কাণ্ড কাঠমাণ্ডূ তে নয়, বরং কলকাতাতেই। সেরকমই অন্তত বলছে অনীক দত্তের (Anik Dutta) আগামী ছবি। আনুষ্ঠানিক ঘোষণার সপ্তাহ তিনেকের মধ্যেই শুরু হল ছবির শুটিং। কলকাতা শহর নিয়ে গল্প, আর প্রথম দিনেই শুটিং হল শহরের আইকনিক এক লোকেশনে, পার্কস্ট্রিটের ট্রিঙ্কাসে।
অনীক দত্তের নতুন ছবির কেন্দ্রীয় চরিত্রে আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee), এবং নবাগতা নওশবা। আগামী বছর পুজোয় মুক্তি পাবে ছবিটি।
Jawan-Netflix: কয়েক শো কোটি টাকায় জওয়ানের স্বত্ব কিনল নেটফ্লিক্স, কবে থেকে দেখা যাবে মুঠোফোনে?
পরিচালক নিজে এবং প্রযোজক ফিরদৌসুল হাসান শেয়ার করেছেন 'যত কাণ্ড কলকাতাতেই'-এর শুটিং শুরুর কিছু ঝলক।