মুক্তির দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর কাপুর ও রশ্মিকা মন্দানা অভিনীত 'অ্যানিম্যাল' । তিনদিনেই ২০০ কোটির গণ্ডি টপকে গিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাটি । তবে শোনা যাচ্ছে , খুব বেশি দেরি নেই, শিগগরিই যাদের হলে গিয়ে এই ছবি দেখার সুযোগ হয়নি বা হবে না, তারা মুঠোফোনেই দেখে নিতে পারবেন ছবি। জানা গিয়েছে, ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এই ছবির সত্ত্ব কিনে নিয়েছে। কিন্তু কবে থেকে, OTT তে সেই ছবি দেখা যাবে, সেসম্পর্কে কিছু জানানো হয়নি সংস্থার তরফে।
Singham-Ajay Devgan: 'সিংঘম এগেন'! অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর চোট অজয় দেবগনের
অ্যানিম্যাল-এ মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে রণবীর কাপুরকে । এছাড়াও রয়েছেন অনিল কাপুর,রশ্মিকা মন্দানা, ববি দেওলরা । প্রথম থেকেই সিনেমার প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা । বিশেষ করে সিনেমার অ্যাকশন দৃশ্য, দর্শকরা বলছেন, আগে কোনও হিন্দি সিনেমায় এরকম অ্যাকশন দেখা যায়নি । তবে, সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও মিলেছে । কেউ বলছেন, এত লেন্দি না হলেই ভাল হত ।