মঞ্চে 'একেন বাবু', থুড়ি একেন বাবু খ্যাত অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। ছেলে হরিলালের চরিত্রে সুজন মুখোপাধ্যায়। চেতনা আনছে নতুন নাটক। নাম 'মহাত্মা বনাম গান্ধী'।
জাতির জনক, সন্তানের বাবা হিসেবে কেমন ছিলেন, ইতিহাসে বহু আলোচিত এই দিকটিও। জাতির জনক হলে নিজের পরিবার বলে কিছু থাকে, আলাদা করে আত্মজকে স্নেহ-ভালবাসা উজার করে দিতে পেরেছিলেন গান্ধী? সে সবই নাটকের মূল বিষয়। ২০০৭ সালের 'গান্ধী মাই ফাদার' ছবিটিও একই বিষয়ের ওপর।
জোরকদমে চলছে চেতনার মহড়া। ১৯ এপ্রিল রবীন্দ্রসদনে প্রথমবার মঞ্চস্থ হবে 'মহাত্মা বনাম গান্ধী'।