জি ফাইভে আসছে অঞ্জন দত্তের নতুন ওয়েব সিরিজ 'সেভেন'।
বড় পর্দায় মাস খানেক আগেই ড্যানি ডিটেকটিভকে নিয়ে এসেছিলেন অঞ্জন। এবার হইচই-তে দুটি সাসেপেন্স সিরিজের পর জি ফাইভে আসছে 'সেভেন'। তবে পরিচালক নিজেই বলছেন, এটা শুধু সাসপেন্স নয়, তারচেয়ে বেশি কিছু।
সুপ্রভাত দাস, রাহুল বন্দ্যোপাধ্যায়, গৌরব-ঋকদ্ধিমা, ছাড়াও সিরিজে রয়েছেন পরিচালক অঞ্জন দত্ত নিজে। নিজের অন্য ছবি-সিরিজের মতোই এখানেও পরিচালনা ছাড়াও ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অঞ্জন দত্ত নিজেই।
Satish Kaushik Died: বলিউডে শোকের ছায়া, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক
পাহাড়ে ঘুরতে গিয়ে বাঙালি কিছু পর্যটক কোনওভাবে জড়িয়ে যান অপরাধ জগতের কাণ্ড কারখানার সঙ্গে, সেই নিয়েই ছবি। ট্রেলারের পরতে পরতে অঞ্জন দত্তের গল্প বলার চেনা ম্যাজিক।