সোশ্যাল মিডিয়াতেই সুখবরটা জানালেন অঙ্কুশ হাজরা। না না বিয়ের খবর না, নতুন বিএমডব্লিউ কিনলেন অভিনেতা, ঘটা করে নতুন গাড়ির সংগে ছবি পোস্ট করলেন। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় জোর হইচই। মাত্র বছর দেড়েক আগেই তো একবার বিএমডব্লিউ কিনেছিলেন, এরই মধ্যে আবার!
বছর দেড়েক আগে নতুন গাড়ি কিনে ছবি পোস্ট করেছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, যে সে গাড়ি নয়, রীতিমতো বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি। দাম ছিল ১ কোটি মতো, দু'বছরও হয়নি, আবারও আরও একটি ব্র্যান্ড নিউ গাড়ি কিনে ফেলেছেন অভিনেতা, এটিরও দাম ৬০-৭০ লক্ষ টাকা।
অঙ্কুশের গাড়ি কেনার খবরে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা যেমন আছে, সঙ্গে কিন্তু রয়েছে নানা শ্লেষাত্মক মন্তব্যও, কেউ বলছেন পুরনোটা বিক্রি করলে জানাতে, কেউ আবার লিখেছেন 'ইডি কিন্তু সব দেখছে'।