অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির তৃতীয় ছবি মির্জা। বেশ বড় বাজেটের ছবি৷ প্রযোজক অঙ্কুশ নিজেই৷ কিন্তু প্রথম সপ্তাহে প্রযোজক অঙ্কুশকে পুরো টাকা ফিরিয়ে দিতে পারেননি অভিনেতা, নায়ক অঙ্কুশ৷ কিন্তু তাতে তিনি মোটেই হতাশ নন। বরং ধন্যবাদ জানিয়েছেন দর্শকদের।
ইন্সটাগ্রামে পোস্ট করে অঙ্কুশ লিখেছেন, 'কিন্তু যে ভরসা দর্শক আমাকে দেখিয়েছে, আমি তাতে ভীষণ খুশি। মির্জা আমার ঘরে টাকা ফেরানোর উদ্দেশে করা ছবি নয়। মির্জা মানুষের মনে বাংলা বাণিজ্যিক ছবির প্রতি ভরসা ফেটানোর উদ্দেশে করা ছবি।'
অঙ্কুশ আরও লিখেছেন, 'একজন নন সুপারস্টারের মাস কমার্শিয়াল ছবি মির্জা। এমন একটি জঁর, যেটিকে মানুষ তকমা লাগিয়ে দিয়েছেন আর হয়তো ফিরবে না৷ সেই ছবিকে ভরসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ।' অঙ্কুশ আরও লিখেছেন, 'এমন কিছু থিয়েটার হল ভরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, যেসব জায়গায় এই ধরণের ছবিকে একটু নাক, ভুরু কুঁচকে দেখা হয়। এই লড়াই লড়ে যেতে হবে বাংলার মাস কমার্শিয়াল সিনেমার স্বর্ণযুগ পুরোপুরিভাবে ফিরিয়ে আনার জন্য।'