‘মির্জা’র বিজয়রথ তরতরিয়ে চলছে। প্রযোজক হিসেবে প্রথমেই বেশ খানিকটা ঝুঁকি নিয়ে ছবি বানিয়েছেন অঙ্কুশ হাজরা। তবে ‘মির্জা’ তাঁকে হতাশ করেনি। দুই সপ্তাহেই ১ কোটির ক্লাবে অঙ্কুশের এই ছবি। তাঁর ছবির জোরে, দর্শকেরা হলমুখী হয়েছেন। উঠতি এই ‘সুপারস্টার’কে দেব এবং জিতের সঙ্গে এক ছবিতে দেখতে চাইছেন দর্শকেরা। অঙ্কুশও কি এরকম কিছু ভাবছেন?
Loksabha Election 2024 : 'যত ভোট, তত গাছ', রক্তদান করে মনোনয়ন জমা দেবের
এর উত্তরে সংবাদ মাধ্যমকে অঙ্কুশ বলেছেন, দেব এবং জিতের সঙ্গে ছবি করা, তাঁর কাছেও স্বপ্নের মতোই। কিন্তু চাইলেই তো তাঁর হাতে সবটা নেই। তবে তাঁদের সঙ্গে ছবি করতে পারলে আনন্দে লাফাবেন ‘মির্জা’, একথা বলতে দ্বিধা করেননি অঙ্কুশ।
জিৎ মদনানির ‘চেঙ্গিস’ কি অঙ্কুশকে সাহস জুগিয়েছে?
এক কথায় স্বীকার করে অঙ্কুশ জানিয়েছেন, “অবশ্যই। আমি বরাবর বলে এসেছি, এই বাজারে জিৎদা স্পেশালি যেভাবে বাংলা কমার্শিয়াল ছবি বানাচ্ছে। আমরাও সাহস পাচ্ছি।”