অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen) বাবার জন্মদিনে আবেগতাড়িত হয়ে পড়লেন অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। তাঁকে কথা দিলেন অভিনেত্রীকে রানি করে রাখার। বৃহস্পতিবার অভিনেত্রীর প্রয়াত বাবা শান্তনু সেনের জন্মদিন ছিল। এদিন নিজের ইন্সটাগ্রামে (Instagram) ঐন্দ্রিলার সঙ্গে তাঁর স্বর্গীয় বাবার একটু ছবি পোস্ট করেন অঙ্কুশ।
পোস্টতিতে অঙ্কুশ লেখেন, 'ঐন্দ্রিলার জীবনে আমি আপনার অভাব হয়ত পূরণ করতে পারব না। কিন্তু উনি থাকলে ঐন্দ্রিলা সব শখ,আবদার যেভাবে পূরণ করতেন আমি সেভাবেই সব শখ, আবদার পূরণ করব। আর ঐন্দ্রিলাকে রানি করে রাখব।' একই সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবেগতাড়িত অঙ্কুশ লেখেন, 'আপনি থাকলে আজ হয়ত আমরা বেস্ট ফ্রেন্ড হতাম।'
আরও পড়ুন- টিআরপি তালিকায় শীর্ষে 'জগদ্ধাত্রী', ঘাড়ের কাছে নিঃশ্বাস 'পঞ্চমী'র
সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশের এই পোস্ট দেখে আবেগে ভেসেছেন নেটিজনেরা। তাতে লাভ রিয়াক্ট করেছেন অভিনেতা বিক্রম। ঐন্দ্রিলা ওই পোস্টে একটি লাভ ইমোজি দিয়ে লিখেছেন, 'আছে তো সবসময়।'