ফুটবলের (Football) প্রতি ভালবাসা, আবেগ জড়িয়ে রয়েছে বাঙালির মধ্যে । গানেই বলা আছে,"সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল"। তার প্রমাণও পাওয়া যাচ্ছে । ফুটবল বিশ্বকাপের (Qatar World Cup 2022) উন্মাদনায় বহু বাঙালি পৌঁছে গিয়েছেন কাতারের গ্যালারিতে । বাদ যাননি গায়ক ও সুরকার অনুপম রায়ও (Anupam Roy) । কলকাতা থেকে সুদূর কাতারে পৌঁছে গিয়েছেন তিনি । দেখলেন কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার (Argentina) খেলা । লুসেইল স্টেডিয়াম থেকে ছবিও পোস্ট করলেন নেটমাধ্যমে ।
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচের সাক্ষ্মী থেকেছেন অনুপম । সেখান থেকে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন । কোনও ছবিতে বন্ধুদের পাশে কখনও একা দাঁড়িয়ে ফুটবল উন্মাদনায় মেতেছেন জনপ্রিয় গায়ক-সুরকার । প্রিয় দলের হয়ে গলা ফাটালেন । অনুপমের যে ছবি সবথেকে বেশি নজর কেড়েছে, সেখানে দেখা গেল লুসেইল স্টেডিয়ামের গ্যালারি যখন সাদা-নীলে ভরা, তখন ভারতের পতাকা হাতে হাসছেন অনুপম । তাঁর এই ছবিগুলি দেখে, মেসিকে নিয়ে গান লেখারও অনুরোধ জানিয়েছেন তাঁর অনুরাগীরা ।
উল্লেখ্য, কাতারে কয়েকদিন আগেই দেখা গিয়েছে অদিতি মুন্সিকে । স্বামী দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty) সঙ্গে ছুটি কাটাতে কাতার গিয়েছেন সংগীতশিল্পী-বিধায়ক অদিতি । সেখানে নীল-সাদা জার্সিতে আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচে মেসিদের হয়েই গলা ফাটাতে দেখা যায় তাঁদের । বিশ্বকাপের মঞ্চে পা দিয়েও বাংলাকে ভোলেননি অদিতি। ইস্টবেঙ্গলের সমর্থক অদিতির সর্বক্ষণের সঙ্গী ছিল লাল হলুদ পতাকাও । অদিতি ও অনুপম ছাড়াও কাতারে বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন মদন মিত্র ।